বগুড়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

বগুড়ার সারিয়াকান্দী উপজেলার দেবেরপাড়ায় বাঙালি নদীতে গোসলে নেমে আমিনা আক্তার কান্তা (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।শুক্রবার দুপুরে সে নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।


নিখোঁজ আমেনা আক্তার কান্তা সারিয়াকান্দী উপজেলা সদরের পার তিতপরল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আনোয়ার হোসেন বান্টু। সে উপজেলা সদরের অনুশীলন প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
নিখোঁজ শিশুর স্বজনরা বাংলানিউজকে জানান, আমিনা আক্তার কান্তা একই উপজেলার নারচী ইউনিয়নের উত্তর দেবের পাড়ায় নানীর বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুর ২টার দিকে খালাতো ভাই-বোনসহ অন্যান্য আত্মীয়দের সঙ্গে বাড়ির সামনে বাঙালি নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর একে একে সবাই উঠে আসলেও শিশুটি আর উঠে আসেনি।

বিষয়টি জানার পর স্বজনরাসহ এলাকাবাসী তাকে শিশু শিক্ষার্থীকে নানা ভাবে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে জেলেদেরকে নদীতে নামিয়ে দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমিনা আক্তার কান্তার কোনো সন্ধান মেলেনি।

সংশ্লিষ্ট নারচী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।