স্কুল শিক্ষার্থীদের উদ্দীপনা কাজে লাগানো যাচ্ছে না

আমাদের অর্থনীতি :

21.11.2017

আনোয়ার হোসেন : বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার বলেন, বিভিন্ন স্কুলে গিয়ে দেখি শিশুরা গাছের ঢাল দিয়ে খেলছে। খেলার প্রতি তাদের কি আগ্রহ! এই যে তাদের আগ্রহ-উদ্দীপনা। এগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। গত রোববার চ্যানেল আই-এর ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মেয়েদের দল তৈরি করে আমরা পাহাড়ে পাঠাতে চাই। কিন্তু তাদেরকে আমরা কিভাবে পাঠাবো? কিভাবে সংগঠিত করবো? ছেলেমেয়েদের মধ্যে অনেক আগ্রহ রয়েছে, তারা তারুণ্যে টগবগ করছে। তারা এখন কিছু করতে চায়। এই আগ্রহটাকে কাজে লাগতে স্কুলপর্যায় থেকে কাজ শুরু করতে হবে।

ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে অনেক বড় পরিবর্তন আসতে পারে। আগে হাঁটার অভ্যাস ছিলো, এখন একটু হাঁটতেই অনীহা। সুস্থতার জন্য সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ হাঁটতে হবে। সাইকেল চালানো যেতে পারে। মেয়েরা এই শীতে ব্যাডমিন্টন খেলতে পারে। এই সুযোগটা তাদের তৈরি করে দিতে হবে। আমি ফিট হবো, দেশও ফিট হবে। সম্পাদনা : গিয়াস উদ্দিন আহমেদ

 

www.amaderorthoneeti.com