Tritiyomatra the third dimension is a program for open discussion on current affairs
where you can ask, vote, share, comments, download and more.
Everyday at 1:00 A.M. and 9:45 A.M. BST on
গবেষক ও রাজনীতিবিদ ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, প্রতিনিয়ত মানুষ দেশের বাইরে গিয়ে নিগৃহের শিকার হচ্ছে। দেশেই যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় তবে তারা কেন ভিনদেশে ঝুঁকি নিয়ে যাবে? গত বৃহস্পতিবার চ্যানেল আই তৃতীয় মাত্রায় এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ। ফেরদৌস আহমদ কোরেশী আরও বলেন, দেশের কিছু জায়গায় দরিদ্ররা নিদারুণ কষ্ট করে ঝুঁকি নিয়ে নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। সেখানে তারা নিদারুণ কষ্টের সম্মুখীন হচ্ছে। সাধারণ দরিদ্র মানুষদের দেশের ভিতরে উপযুক্ত কাজ দিতে পারছি না আমরা। এ দেশের মধ্যে তাদের জীবন এমন দুর্বিষহ হয়ে গেছে যে তারা জেনেশুনে এ ঝুঁকি নিচ্ছে। দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে তারা বিপদের সম্মুখীন হতে পারে, প্রাণহানি হতে পারে- এ কথাও তারা জানে। প্রতিনিয়ত মানুষ দেশের বাইরে গিয়ে নিগৃহের শিকার হচ্ছে। তাদের হুমকি দিয়ে টাকাও আদায় করা হচ্ছে। তারপরও দেদার লোক যাচ্ছে। এটা আমাদের সমাজব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থার চরম দৈন্যদশার একটি চিত্র। বিষয়টি বড় পরিসরে দেখা দরকার। প্রবৃদ্ধিভিত্তিক উন্নয়নের চিন্তাধারাটা আমাদের সামনে আনা হয়। এটি এমন যে, কেউ এক টাকা আয় করছে আর কেউ এক হাজার টাকা আয় করছে। বলা হচ্ছে দুজনে পাঁচশত টাকা করে আয় করছে। এসব অযৌক্তিক যুক্তি। আপনার দেখা দরকার সমাজের যা প্রয়োজন তা সবাই মেটাতে পারছে কিনা? সবার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে কিনা? এসব হলে মানুষ বাইরে যাবে কেন? যে যৌবনে একজন দেশে পরিবারের সঙ্গে ঘরসংসার করবে সে কেন ভিনদেশে জঙ্গলে জঙ্গলে ঘুরবে? কেন মৃত্যুর ঝুঁকি নিয়ে যাবে? তাহলে অবশ্যই বুঝতে হবে সমাজের নিচের অংশকে কতটা আমরা অবহেলা করছি। আমাদের হিসাব দেখানো হয় এত সংখ্যক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে।