‘‘তৃতীয় মাত্রা সেরা টক শো''

বাংলাদেশের প্রথম এবং জনপ্রিয়  টক শো ‘তৃতীয় মাত্রা' সম্পর্কে প্রশংসাসহ নানা মন্তব্য উঠে উসেছে  ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ সকলেরই এক কথা– খুবই জনপ্রিয় টক শো৷

যেমন পাঠক সালাউদ্দিন লিখেছেন, ‘‘বাংলাদেশের গণতন্ত্রের দুঃসময়ে জিল্লুর রহমানের মতো সঞ্চালককে দেশের প্রয়োজন৷''

 

‘বিশ্বের সাতটি টক শো’র একটি তৃতীয় মাত্রা’

Zillur Rahman (Zillur Rahman)

আর কাজি ফিরোজ লিখেছেন, ‘‘জিল্লুর রহমান অনুষ্ঠানে সঞ্চালকই থাকেন, নিজে কোনো আলোচককে বিব্রতকর প্রশ্ন করেন না৷ এটা তাঁর সব চাইতে বড় গুণ৷''

আজিজুল ইসলাম সজীবের মতে  জিল্লুর রহমান  টক শো সঞ্চালকদের মধ্যে অন্যতম সেরা৷ তিনি কারো পক্ষ না নিয়ে টকশো সঞ্চালনা করেন৷ তিনি দর্শকদের আস্থা অর্জন করেছেন৷

তবে বিষ্ণু রায়ের মত একটু ভিন্ন, তিনি মনে করেন,  ‘‘কথাটা ভুল, আমি মনে করি  কথা কম বলবেন তো আপনার উপরে অন্যদের কথা বলার সাহস আরো বেড়ে যাবে৷''

মো.শাকিল হোসেনের মতে,তৃতীয় মাত্রা তাঁর দেখা সেরা টক শো৷

তুষার ইমরান এবং ইয়াসমিন আলমও মনে করেন  তৃতীয় মাত্রা খুব ভালো টক শো৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী 

News Courtesy: https://m.dw.com/bn/