দেশের স্থিতিশীলতা অনিশ্চিত, এটি টেকসই নয়
বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. এম আতাউর রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা আপাত স্থিতিশীল। তবে এ স্থিতিশীলতা অনিশ্চিত, একই সঙ্গে এটি টেকসই নয়। গত বৃহস্পতিবার ‘চ্যানেল আই তৃতীয় মাত্রা’ শীর্ষক টকশোতে এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমানের সঞ্চালনায় এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব উপস্থিত ছিলেন।ড. আতাউর আরও বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অনেকেই ভোট দিতে পারেননি। নির্বাচনের পরে সহিংসতার মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরও আপাতভাবে দেশ স্থিতিশীল রয়েছে। এ জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতি নষ্ট হওয়ার পেছনে সরকার ও বিরোধী দল উভয়েই দায়ী। রাজনৈতিক বিবেচনায় দেশের গন্তব্য অনিশ্চিত। দেশের অর্থনীতি টেকসই স্থিতিশীল হবে সে কথা কেউ বলতে পারছেন না। এ জন্য যে ভিত দরকার, সেটি দুর্বল। বিগত ২০ বছরে দেখেছি প্রত্যেক সরকারই চায় আবার ক্ষমতায় আসতে। কিন্তু আমাদের যে বিরোধী দল তাদেরও একটা কৌশল থাকা দরকার ছিল। কৌশলগত কারণে বিরোধী দল সরকারের কাছে নাজুক পরিস্থিতির শিকার হয়েছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে। কেননা বিরোধী দলবিহীন সরকার সংসদীয় পদ্ধতিতে সত্যিকার অর্থে কল্পনাই করা যায় না। যে বিরোধী দল আছে তা অনেকটা ঘরজামাইয়ের মতো। বিরোধী দল এমন হতে পারে না। আমাদের যে উৎপাদন ক্ষমতা আর কর্মক্ষম জনশক্তি রয়েছে, তার ফলাফল আমরা পাচ্ছি না। এ ছাড়া সুশাসনের ভিত্তি যদি এখনই রচনা করতে না পারি, তাহলে এ স্থিতিশীলতাও আর থাকবে না। গণতন্ত্রও ধরে রাখতে পারব না। দেশ কর্তৃত্ববাদী শাসনের দিকেই যাবে।
- See more at: http://www.bd-pratidin.com/talk-show/2014/11/22/45119#sthash.aYSSMOSA.dpuf