Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode 6505
বিশ্বের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এ বছরের মার্চে এসে পরিস্থিতি আবার খারাপ হতে থাকে। এখানেও গত বছর এই সময় যে সাধারণ ছুটি ছিল এবছর লকডাউন সেটিতে তারা কঠোর লকডাউনে থাকতে পারেনি। সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্তের স্থির থাকতে পারেনি।
সেখানেও দ্রুততার সঙ্গে সবকিছু খুলে দিতে হয়েছে এবং রমজান মাসকে কেন্দ্র করে দোকান পাট খুলতে হয়েছিল, গণপরিবহন কিছুদিন মাঝখানে বন্ধ থাকলেও কিছু সময় পর তা খুলতে বাধ্য হয়েছে। অন্তত আন্তঃনগর পরিবহন বন্ধ থাকলেও নগরের অভ্যন্তরে যেসব গণপরিবহন চলাচল করেছে সেগুলো খুলে দিতে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র আমাদের জানা দরকার। আমরা জানি যে, এই সময়টাতে সরকারি যে হিসেব বাবা তথ্য-উপাত্ত সেখানে দেখা যাচ্ছে যে, বাংলাদেশের অর্থনৈতিক মোটামুটি ভাবে বেশ ভালই এগিয়ে চলেছে।