Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode 6513
এই বাজেটের আলোচনায় বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থা তুলে এসেছে | অর্থাৎ যে ব্যবসায়ী নেতা এখানে ছিলেন তিনি যে ব্যবসার সাথে জড়িত পোশাকশিল্পের কথা এখানে অনেক বেশি আলোচনা হয়েছে। অর্থাৎ দুজনেই বলছেন যে এই প্যানডেমিক এর প্রতিবারই মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক চিত্রটা মোটামুটি ভাবে ভালো।
ভালো এই অর্থে যে বাংলাদেশ অর্থের প্রাচুর্য আছে ব্যাংকের তারল্য আছে। যদিও ব্যাংকে বিশৃঙ্খলা আছে রাজস্ব কাঠামোতে একটা বড় পরিবর্তনের কথা দুজনেই বলেছেন।এবং ডিরেক্ট টেক্স এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেছেন। ট্যাক্সের রেট কমিয়ে ফেলার কথা বলেছেন।রপ্তানি শিল্পীর সাথে যারা জড়িত সেখান থেকেও ট্যাক্স কমিয়ে খেলার কথা দুজনেই বলেছেন।