Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode 6515
আমরা বলেছিলাম ২০২০ সালে যেই বাজেট ঘোষণা করা হয়েছিল সেটি জনবান্ধব হচ্ছে না, ব্যবসায়ীবান্ধব হচ্ছে না। আমি যদি একটি কথা বলি যে ম্যাক্রো মনির চেম্বার খুব শক্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল। এই বিষয়ে একটি আইন পাশ করা হয় এবং এই আইনটি আসলে বড় ব্যবসায়ীদের পক্ষে যায় বলে তারা আসলে খুব শক্ত অবস্থানে দাঁড়িয়েছিল।
এরপর আমরা বলেছেন যে এই আইনের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে টার্ন ওভার করে দেওয়া হোক অথবা স্লাব করে দেয়া হোক। এবং ২০১৯ থেকে ২০ সালে মাননীয় অর্থমন্ত্রী সবার সামনে বললেন যে আমি ভ্যাট নিয়ে নতুন আইন প্রবর্তন করব।