Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode: 6525
প্রধানমন্ত্রীর সতর্কবার্তার বিপরিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ নেননি। হয়তো নিলে পরিস্থিতি তারা অনেকখানি মোকাবেলা করতে পারতেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্যখাতে সর্বোচ্চ অর্থ বাজেটে করা উচিত ছিল বলে তারা মনে করেন কিন্তু এটি করা হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণে দক্ষতা এবং পরিকল্পনার অভাব লক্ষ্য করা গেছে। দুর্নীতি এখন একটি বড় সমস্যা। বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথার উপর যে ৮৪ হাজার টাকার যে ঋণ যে শিশু জন্মগ্রহণ করেছে তার মাথার উপর ঋণের বোঝা নিয়ে এসে জন্মগ্রহণ করছে সেই ঋণের বোঝা কমাতে হবে।