ধীরে ধীরে পুরোনো চেহারায় ফিরছে ঢাকা
পূজা ও ঈদের টানা পাঁচ দিনের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ।
এরমধ্যে, দক্ষিণবঙ্গের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর। অন্যদিকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, রাজবাড়ী আর উত্তরবঙ্গের পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইলের সঙ্গে সরাসরি যোগাযোগ রাজধানীর সবচেয়ে বড় বাসস্ট্যান্ড গাবতলীর।বৃহস্পতিবার গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ঈদের ছুটি শেষ হলেও যাত্রীদের উল্লেখযোগ্য চাপ নেই।আর তাই তো মহাসড়কেও নেই কোনো যানজট, এমনটাই জানালেন এদিন ঢাকা ফেরত সাধারণ মানুষ।তারা জানান, ভোগান্তি ছাড়াই রাজধানীতে এসে পৌঁছাতে পারছেন কর্মমুখী মানুষ।
বরিশাল থেকে সাকুরা পরিবহনে ঢাকায় এসেছেন হাবিবা সুলতানা (আখি)। কথা হয়ে তার সঙ্গে।তিনি বাংলানিউজকে বলেন, বরিশাল থেকে আসতে কোনো সমস্যা হয়নি। তবে দৌলতদিয়া ফেরি ঘাটে এক ঘণ্টা সিড়িয়ালে আটকা ছিলাম।এ প্রসঙ্গে এ কে ট্রাভেলস্ পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, ফেরিঘাটের যানজট ছাড়া রাস্তায় তেমন কোনো যানজটের শিকার হতে হয়নি। ধীরে ধীরে ঢাকায় ফিরছে মানুষ তাই চাপ নেই তেমন।এ ব্যাপারে গ্রীণ লাইনের সুপারভাইজার মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, এখনও অতিরিক্ত যাত্রী চাপ সৃষ্টি হয়নি। তবে অনেক যাত্রী শনিবারে রাজধানী মুখী হবেন। আর তখনই বাড়বে চাপ।তিনি বলেন, এভাবেই ধীরে ধীরে ঢাকা মুখী হবেন যাত্রীরা। শুধু শনিবারে একটু যানজট হতে পারে দৌলতদিয়া ফেরি ঘাটে, নবীনগর, সাভারসহ আমিন বাজারে।অনেক যাত্রী অভিযোগ করেন দৌলতদিয়া ঘাটে এসে এক ঘণ্টা ফেরি জন্য আটকা ছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, সারা বছর ফেরি ঘাটে ১/২ ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয়। সেই হিসেবে ঈদ ফেরত যাত্রী চাপে আরো বেশি হওয়ার কথা ছিল।হানিফ পরিবহনের সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন, ঈদের ছুটি শেষ হলেও যাত্রীরা ঢাকায় আসছেন ধীরে ধীরে। অনেকে পরিবারের সবাইকে রেখে একাই চলে আসছেন। আবার কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। সে হিসেবে অনেকে রোববার অফিস করবেন।সাকুরা পরিবহনের সুপারভাইজার তুহিন বলেন, রাস্তায় যানজট হলে যাত্রীদের কথা শুনতে হয় আবার আমাদেরও টিপ বাতিল হয়ে যায়। এতে উভয়েরই ক্ষতির শিকার হতে হয়।তিনি আরো বলেন, দৌলতদিয়া ফেরি ঘাটে আজ তেমন যানজটের শিকার হতে হয়নি। তবে শনিবার ফেরি ঘাটেই ৩/৪ ঘণ্টা সময় ব্যয় হয়ে যাবে।
গাইবান্ধা থেকে হানিফ পরিবহনে ঢাকায় এসেছেন কাউসার হোসেন।তিনি বাংলানিউজকে বলেন, রাস্তায় এখন পযন্ত যানজট শুরু হয়নি। যানজটের ভয়ে আগেই ঢাকা এসে পৌঁছালাম।তিনি আরো বলেন, ঢাকা থেকে যাওয়ার দিন আমিনবাজার, সাভার, নবীনগর, টাঙ্গাইল ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানজটের শিকার হয়ে ছিলাম। তবে আসার পথে এ সব জায়গায় কোনো যানজট বা ভোগান্তি পোহাতে হয়নি।