১৫ বছরে তৃতীয় মাত্রা
চ্যানেল আইতে প্রতিদিন প্রচারিত সমকালীন বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’ আজ ১৫ বছরে পা রাখবে। এ দিন প্রচারিত হবে অনুষ্ঠানটির ৫ হাজার ৯৫তম পর্ব। দেশের সম্প্রচার মাধ্যমের ইতিহাসে এ এক অনন্য উদাহরণ। মূলত এই দেশে টকশো শুরু হয়েছিল জিল্লুর রহমানের উপস্থাপনায় তৃতীয় মাত্রার মধ্য দিয়ে। টকশোর ওপর জনমত জরিপেও ‘তৃতীয় মাত্রা’ দর্শকপ্রিয়তা এককভাবে ধরে রেখেছে শুরু থেকে আজ পর্যন্ত। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির গবেষণা সাময়িকী ‘নিরীক্ষা’য় টকশোর ওপর পরিচালিত সর্বশেষ জরিপেও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে ‘তৃতীয় মাত্রা’। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব চ্যানেলেও ‘তৃতীয় মাত্রা’ ব্যাপক জনপ্রিয়। বর্ষপূর্তি পর্বের অতিথি বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং তৃতীয় মাত্রার উপস্থাপক ও পরিচালক জিল্লুুর রহমান। এ পর্বটি উপস্থাপনা করেছেন স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। প্রচার হবে ১৭ জুলাই রাত ১টায় ও সকাল ৯টা ৪৫ মিনিটে।