গুমের চেয়ে মেরে ফেলা ভালো
আমাদের অর্থনীতি :
আনোয়ার হোসেন: বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর চেয়ারম্যান এডভোকেট ড. মো: শাহ্জাহান বলেন, গুমের চেয়ে মেরে ফেলা ভালো। মানুষ বছরের পর বছর উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে চায় না। তাই বলে, অন্তত লাশটা ফিরে পেতে চাই।
শনিবার চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখনও অনেক সময় বলা হয়, ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছে। পরবর্তীতে কেউ এর দায়ভার নেয় না। আবার সরকারের অনেকে বলেন, প্রচারের জন্য আত্মগোপন করেছে। তাহলে সেটাও প্রমাণ করা সরকারের দায়িত্ব। বলা হয় আমাদের দেশে এখন নদীতে মাছের পরিবর্তে লাশ ভাসে। আর সেই বাড়তি লাশের জন্যও অতিরিক্ত টাকা দাবি করা হয়।
অনুষ্ঠানে আইবিএফবি-র পরিচালক এম শোয়েব চৌধুরী বলেন, বিএনপির সমাবেশে সরকার পানিয় জলের ব্যবস্থা করতে পারে। আর সমাবেশে জাতীয় চার নেতার জন্য শোক প্রস্তাব করতে পারে বিএনপি। যাতে একটি দৃষ্টান্ত তৈরি হয়। এতে আমাদের দেশে সুষ্ঠ গণতন্ত্র তৈরি হবে।
News Courtesy: www.amaderorthoneeti.com