১৬ বছরে তৃতীয় মাত্রা!

চ্যানেল আইতে প্রতিদিন প্রচারিত সমকালীন বিষয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান ‘তৃতীয় মাত্রা’ আজ মঙ্গলবার ১৬ বছরে পা রেখেছে। আজ প্রচারিত হবে অনুষ্ঠানটির ৫ হাজার ৪৬০ পর্ব। দেশের সম্প্রচার মাধ্যমের ইতিহাসে এ এক অনন্য উদাহরণ। মূলত, এই দেশে টকশো শুরু হয়েছিল জিল্লুর রহমানের উপস্থাপনায় ‘তৃতীয় মাত্রা’র মধ্য দিয়ে। টকশোর ওপর জনমত জরিপেও ‘তৃতীয় মাত্রা’ দর্শকপ্রিয়তা এককভাবে ধরে রেখেছে শুরু থেকে আজ পর্যন্ত। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবির গবেষণা সাময়িকী ‘নিরীক্ষা’য় টকশো’র ওপর পরিচালিত জরিপেও জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে ‘তৃতীয় মাত্রা’। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেও ‘তৃতীয় মাত্রা’ সম্প্রচার হচ্ছে নিয়মিত। ২০০৩ সালের ১৭ জুলাই ‘তৃতীয় মাত্রা’র যাত্রা শুরু। এরপর থেকে আজ পর্যন্ত দেশে-প্রবাসে অগণিত দর্শক-শ্রোতার ভালোবাসা ও সহযোগিতায় স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে অনুষ্ঠানটির পথচলা অব্যাহত রয়েছে। ‘তৃতীয় মাত্রা’র প্রতিটি পর্ব হয়ে উঠেছে সমকালের রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতির বিশ^স্ত দলিল, যা এই দেশের চলমান ইতিহাসের অংশ। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, সেনাপ্রধানসহ রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক বিভাগের প্রধান, স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং নেতৃস্থানীয় প্রায় সবাই তৃতীয় মাত্রায় অতিথি হয়ে এসেছেন একাধিকবার। আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ কিছু অতিথিও বিভিন্ন সময়ে অংশ নিয়েছেন তৃতীয় মাত্রায়।

"

News Courtesy: www.protidinersangbad.com