সাত হাজার পর্বে তৃতীয় মাত্রা

সাত হাজার পর্ব পূর্ণ করলো জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা। চ্যানেল আইতে প্রতিদিন প্রচারিত এ টকশো বিশ্বের র্দীঘসময় ধরে প্রচারিত সাতটি টকশোর অন্যতম।

এ টকশোর যাত্রা শুরু ২০০৩ সালের ১৭ জুলাই। কম সময়েই দেশের সবচেয়ে জনপ্রিয় টকশো হয়ে ওঠে তৃতীয় মাত্রা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত হাজার পর্বটি সম্প্রচার হবে শনিবার (১ অক্টোবর)। বাংলাদেশের বাক স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে আগামী দিনেও তৃতীয় মাত্রার ভূমিকা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনের।

তৃতীয় মাত্রা মূলত রাজনীতি নির্ভর হলেও সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ প্রতিটি বিষয়ে এ অনুষ্ঠানে আলোচনায় নিয়মিত অংশ নিয়ে থাকেন দেশের কৃতী মানুষরা।

রাষ্ট্রনায়ক, রাজনীতিক, আইন প্রণেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, নারী, তরুণসহ যারা স্ব-স্ব ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সবাই তৃতীয় মাত্রায় অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলেছেন অনুষ্ঠানটিকে।

News Courtesy:

https://news.bdtype.com/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%83%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE-294267.html