ফিলিস্তিনের কোচ হচ্ছেন ম্যারাডোনা!
ঢাকা: ফিলিস্তিন ও আরব মিডিয়াগুলোর খবরে ভেসে বেড়াচ্ছে আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার নাম। এবার শোনা যাচ্ছে ফিলিস্তিনের কোচ হওয়ার জন্য চুক্তি করতে যাচ্ছেন ম্যারাডোনা।
ফিলিস্তিন জাতীয় ফুটবল দলকে কোচিং করানোর জন্য দেশটির ফুটবল ফেডারেশন থেকে ম্যারাডোনাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে, এ খবরের সত্যতা এখনও পাওয়া যায়নি।
পরের বছর এএফসি এশিয়ান কাপ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ায় খেলবে ফিলিস্তিন। এটাই তাদের এশিয়ান টুর্নামেন্টে প্রথম অংশগ্রহন। আর তার দায়িত্ব দেওয়া হতে পারে ম্যারাডোনাকে।
নাপোলির সাবেক তারকা ৫৩ বছর বয়সী ম্যারাডোনা এর আগে রেসিং ক্লাব, ডি কোরিয়েন্তেস ও আল ওয়াসেলের মতো ক্লাবকে কোচিং করিয়েছেন। আর্জেন্টিনার জাতীয় দলকেও তিনি ২০০৮-১০ সাল পর্যন্ত কোচিং করিয়েছিলেন।