আওয়ামী লীগের পদ টাকায় বিক্রি হয়
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলেছেন, যখন ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা দেখে আওয়ামী লীগের পদ টাকায় বিক্রি হয় তখন তারাও উৎসাহিত হয়। কমিটিতে ঢুকতে হলে যখন টাকা দিয়ে ঢুকতে হয় তখন তাদের টাকার প্রতি উৎসাহ বাড়ে। জিল্লুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে তৃতীয় মাত্রা শীর্ষক টকশোত এসব কথা বলেন তিনি।
আমার কাজ কথা বলা নয়, কথা বলানো -জিল্লুর রহমান
এক যুগ পেরিয়ে তৃতীয় মাত্রা, দেখতে দেখতে এক যুগ পার করেছে দেশের টিভি মিডিয়ায় টক শো ভিত্তিক প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’। দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এই অনুষ্ঠানটির ভ‚মিকা অনেক। ইতিমধ্যে ৪ হাজার ৩৮৮ টি পর্ব প্রচারিত হয়েছে।
বঙ্গবন্ধুকে রক্ষায় সুবিধাভোগীরা এগিয়ে আসেননি
ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুকে তার ৩২ নম্বরের বাড়িতে ঘাতকরা হামলা করতে আসার পর অনেককে ফোন করে নিজের বিপদের কথা জানিয়ে তিনি তাদের বাইরে বের হয়ে আসার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু যাদের সুবিধা দিয়েছেন তাদের কেউ এগিয়ে আসেননি। গত শুক্রবার চ্যানেল আই-এর তৃতীয় মাত্রা টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গান গাইলেন মাহবুবা চৌধুরী
বেতার-টেলিভিশনের একজন বিশিষ্ট সংবাদ উপস্থাপক এবং জনপ্রিয় ছড়াকার হিসেবেই বেশি পরিচিত মানবজমিন সম্পাদক মাহবুবা চৌধুরী। সেই সঙ্গে একজন সফল টিভি অনুষ্ঠান উপস্থাপকও। পেশাগতভাবে এ পরিচয়গুলো অনেক আগেই উন্মোচিত হলেও মাহবুবা চৌধুরীর অন্য একটি প্রতিভা এতদিন এক প্রকার আড়ালেই ছিল বলা যায়।
দেশে কর্মসংস্থান হলে কেন ভিনদেশে যাবে.
গবেষক ও রাজনীতিবিদ ফেরদৌস আহমদ কোরেশী বলেছেন, প্রতিনিয়ত মানুষ দেশের বাইরে গিয়ে নিগৃহের শিকার হচ্ছে। দেশেই যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় তবে তারা কেন ভিনদেশে ঝুঁকি নিয়ে যাবে?
জরিপে কে কোথায়?
দরজায় কড়া নাড়ছে ভোট। নামে নির্দলীয় হলেও দৃশ্যত দলীয় রূপ নিয়েছে ঢাকা উত্তর-দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। কে হচ্ছেন তিন করপোরেশন মেয়র? নানা জরিপ, নানা আলোচনা। টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতিদিনই বিতর্কে লিপ্ত হচ্ছেন প্রার্থীরা। চ্যানেল আইয়ের টক শো তৃতীয় মাত্রায় গতকাল রাতে মুখোমুখি হয়েছিলেন ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হক এবং তাবিথ আউয়াল।
দেশের স্থিতিশীলতা অনিশ্চিত, এটি টেকসই নয়
বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. এম আতাউর রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা আপাত স্থিতিশীল। তবে এ স্থিতিশীলতা অনিশ্চিত, একই সঙ্গে এটি টেকসই নয়। গত বৃহস্পতিবার ‘চ্যানেল আই তৃতীয় মাত্রা’ শীর্ষক টকশোতে এসব কথা বলেন তিনি। জিল্লুর রহমানের সঞ্চালনায় এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সমর্থন করেনি
শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, শুল্কমুক্ত সুবিধার জন্য পৃথিবীর অনেক দেশ আমাদের সমর্থন করেছে; কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ সমর্থন করেনি। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিলাম, বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে পরামর্শ করে আমরা এটাকে অন্তর্ভুক্ত করব। এরপর আমি একটি উচ্চপর্যায়ে মিটিং করি। সেটি ছিল ফলোআপ মিটিং। সেখানে আমি এবং নেদারল্যান্ডসের ডেভেলপমেন্ট মিনিস্টার দুজনই সভাপতিত্ব করি। এর পর আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং কিছু সংস্থা আমাদের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কানাডাসহ অনেক দেশ আমাদের মার্কেট একসেস দিয়েছে। আজ কানাডায় আমরা মার্কেট একসেস পাই। বৃহস্পতিবার চ্যানেল আইয়ের তৃতীয়মাত্রায় তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান অনুষ্ঠানটির উপস্থাপনা করেন।
Equal Salary for Male and Female
Equal Salary for Male and Female
Jonotar Chokh : “We face a lot of hazards for doing a Talk Show…”
Jonotar Chokh : “We face a lot of hazards for doing a Talk Show…”