Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode: 6531
দেশে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত অস্পষ্ট সেটি উনারা মনে করেন করোনা মোকাবেলার জন্য একটা সুস্পষ্ট রোডম্যাপ থাকা দরকার যেখানে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো থাকবে।
বাজেট প্রণয়নে এম পি দের কোন ভূমিকা আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন দুজনই তুলেছেন আসলো সেই অর্থে তেমন কোনো ভূমিকা নেই এবং বাজেট নিয়ে সংসদে আলোচনা হয় তার সিংহভাগই বাজেট নিয়ে থাকে না এবং সেই আলোচনাটুকু বাজেট নিয়ে হয় সেটির প্রতিফলন আমরা শেষ পর্যায়ে যখন পাস হয় তখন দেখতে পাই না।
Tritiyo Matra Episode: 6529
ভূ রাজনৈতিক চাপের প্রভাব অর্থনীতিতে পড়তে শুরু করেছে এবং সেটি করবে সেটি আমাদের মাথায় রাখা দরকার। এবং আমার অতীতের বলছেন যে সমস্ত কিছুমিলিয়ে আনসারটেননিটিতে আমাদের স্বল্পমেয়াদী পদক্ষেপ তো অবশ্যই নিতে হবে কিন্তু মধ্যমেয়াদি পরিকল্পনাগুলো করা খুবই জরুরী।
ব্যয় সক্ষমতা এবং গুণগত মান অনেক ক্ষেত্রে নিম্নগামী। এটি বাড়াবার দিকে মনোযোগ দিতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমিক পার্টনারশিপের উপর জোর দেয়া দরকার।শিক্ষা স্বাস্থ্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং সেইসঙ্গে টেকনিক্যাল এডুকেশন বা কর্মমুখী শিক্ষার দিকে নজর দিতে হবে।
Tritiyo Matra Episode: 6527
ছোট্ট একটা অনুজীবের কাছে গোটা পৃথিবী কিভাবে অসহায় সেটি বলেই আমার অতীতে আলোচনা শুরু করেছিলেন। এবং আমাদের আরএমজি বা তৈরি পোশাক খাতের শংকট যেমন আছে, দুশ্চিন্তা যেমন আছে কোভিডের কারনে সম্ভাবনার দ্বার অনেক উন্মোচিত হয়েছে। সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায় সেটি হচ্ছে মূল প্রশ্ন।
জাতীয় স্বাস্থ্য খাতের অদক্ষতা আছে এখানে নানা ধরনের দুর্নীতি আছে কিন্তু বাজেটে আসলে বাড়ানো উচিত ছিল। যে সংকট গুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করা উচিত ছিল।
Tritiyo Matra Episode: 6526
দর্শক কোভিড পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত যথেষ্ট উদ্বেগ রয়েছে। আমার দু অতিথি টেবিলের দুপ্রান্ত থেকে বলছিলেন। সচেতনতার কোনো বিকল্প নেই, সেজন্য মাস্ক ব্যবহার কর্ শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, আর সভা সমাবেশে যোগ না দেওয়া সেগুলো স্মরণ করে দিয়েছেন।
অন্যদিকে সরকারের দায়িত্ব কিন্তু দ্রুততার সঙ্গে সকল মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা সকলের ভ্যাকসিন নিশ্চিত করা। এর কোন বিকল্প নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতা অপরিণামদর্শিতা দুর্নীতি এগুলো বাংলাদেশকে অনেক ভুগিয়েছে এবং তারা যে অর্থ ব্যয় করতে পারেনা অর্থ সচিব এবারও বলেছেন।
Tritiyo Matra Episode: 6525
প্রধানমন্ত্রীর সতর্কবার্তার বিপরিতে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ নেননি। হয়তো নিলে পরিস্থিতি তারা অনেকখানি মোকাবেলা করতে পারতেন। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্যখাতে সর্বোচ্চ অর্থ বাজেটে করা উচিত ছিল বলে তারা মনে করেন কিন্তু এটি করা হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট পরিমাণে দক্ষতা এবং পরিকল্পনার অভাব লক্ষ্য করা গেছে। দুর্নীতি এখন একটি বড় সমস্যা। বাংলাদেশের প্রতিটি নাগরিকের মাথার উপর যে ৮৪ হাজার টাকার যে ঋণ যে শিশু জন্মগ্রহণ করেছে তার মাথার উপর ঋণের বোঝা নিয়ে এসে জন্মগ্রহণ করছে সেই ঋণের বোঝা কমাতে হবে।