Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode 6515
আমরা বলেছিলাম ২০২০ সালে যেই বাজেট ঘোষণা করা হয়েছিল সেটি জনবান্ধব হচ্ছে না, ব্যবসায়ীবান্ধব হচ্ছে না। আমি যদি একটি কথা বলি যে ম্যাক্রো মনির চেম্বার খুব শক্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল। এই বিষয়ে একটি আইন পাশ করা হয় এবং এই আইনটি আসলে বড় ব্যবসায়ীদের পক্ষে যায় বলে তারা আসলে খুব শক্ত অবস্থানে দাঁড়িয়েছিল।
এরপর আমরা বলেছেন যে এই আইনের মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে টার্ন ওভার করে দেওয়া হোক অথবা স্লাব করে দেয়া হোক। এবং ২০১৯ থেকে ২০ সালে মাননীয় অর্থমন্ত্রী সবার সামনে বললেন যে আমি ভ্যাট নিয়ে নতুন আইন প্রবর্তন করব।
Tritiyo Matra Episode 6514
অতিমারির কারণে একটি ভিন্ন ধরণের আবহাওয়া, ভিন্ন ধরণের পরিবেশে তৃতীয়বারের মতো বাজেট উত্থাপিত হচ্ছে। মাসব্যাপি এই বাজেট নিয়ে আলোচনা হবে। সংসদের ভিতরে এবং বাইরে আলোচনা করে সেগুলো চূড়ান্ত করার চেষ্টা করবেন।
সবচেয়ে বড় কথা করোনার কারণে আজ অর্থনীতি বিপর্যস্ত। এবং মানুষের মন এবং অন্যান্য অনেক বিষয় পাওয়া যায় সেগুলোর মধ্যে ধ্বস নেমেছে। সাম্প্রতিক কালের ভারতের যে অবস্থা বিরাজ করছে এই সবগুলো নিয়ে কিন্তু এবারের বাজেটে ধাবিত হতে যাচ্ছে। এটি গতানুগতিক বাজেট হলে হবে না।
Tritiyo Matra Episode 6513
এই বাজেটের আলোচনায় বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থা তুলে এসেছে | অর্থাৎ যে ব্যবসায়ী নেতা এখানে ছিলেন তিনি যে ব্যবসার সাথে জড়িত পোশাকশিল্পের কথা এখানে অনেক বেশি আলোচনা হয়েছে। অর্থাৎ দুজনেই বলছেন যে এই প্যানডেমিক এর প্রতিবারই মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক চিত্রটা মোটামুটি ভাবে ভালো।
ভালো এই অর্থে যে বাংলাদেশ অর্থের প্রাচুর্য আছে ব্যাংকের তারল্য আছে। যদিও ব্যাংকে বিশৃঙ্খলা আছে রাজস্ব কাঠামোতে একটা বড় পরিবর্তনের কথা দুজনেই বলেছেন।এবং ডিরেক্ট টেক্স এর কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলেছেন। ট্যাক্সের রেট কমিয়ে ফেলার কথা বলেছেন।রপ্তানি শিল্পীর সাথে যারা জড়িত সেখান থেকেও ট্যাক্স কমিয়ে খেলার কথা দুজনেই বলেছেন।
Tritiyo Matra Episode 6507
দেশের অভ্যন্তরীণ তারা তাদের নিজস্ব স্বার্থের জন্য এই এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে ফলে ভ্রান্ত ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। ন্যায় বিচার জীবনের সুযোগ সুবিধা বাজেট থেকে যেটা পাওয়ার কথা সেটি তারা পায়নি। এটি আসলে অ্যাড্রেস করার জন্য চেষ্টা করতাম।
আরেকটি বিষয় হচ্ছে দারিদ্রতা যে আমাদের গেড়ে বসে আছে সেগুলো অ্যাড্রেস করার সময় এসেছে। গম উৎপাদন বাড়ছে সুতরাং এখানের দারিদ্রকে অ্যাড্রেস করা এখন শ্রেষ্ঠ কিন্তু শুধু টাকা দিয়ে দারিদ্রতা দূর করা যাবে না। সেটা পলিসিগত ভাবে দারিদ্রতাকে ঠিক করতে হবে। আর একটা বিষয় হচ্ছে ভুল সংস্কার।
Tritiyo Matra Episode 6506
নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অবস্থানের তিনি তখন সেখানে খানিকটা ক্যাম্পেইন করতে এসেছিলেন। সব মিলিয়ে আমিত শাহ বলছিলেন তারা নির্বাচনে দুশটি আসন পাবেন অন্যদিকে বা তৃণমূল থেকে বলা হচ্ছিল খেলা হবে শেষ পর্যন্ত খেলা হয়েছে এবং খেলায় একদিকে তৃণমূল জিতেছে তারা সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
মমতা ব্যানার্জিকে কেবলমাত্র পশ্চিমবঙ্গ কেন্দ্রিক রাজনীতি থাকবেন নাকি তিনি জাতীয় রাজনীতিতে এখন মুখ্য ভূমিকা পালন করতে পারবেন এরকম নানা প্রশ্নে নানা মহলে আলোচিত হচ্ছে এবং সেইসঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি এখন টানাপোড়েন আছে। বর্ডার কিলিং তিস্তা এসব বিষয় নিয়ে নানবিদ আলোচনা হচ্ছে তিস্তার প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার বরাবরই বলে আসছে যে আর তারা চান কিন্তু মমতা ব্যানার্জির কারণে সেটি হচ্ছে না।