Transcripts of important discussions at Tritiyo Matra episodes.
Tritiyo Matra Episode 6505
বিশ্বের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এ বছরের মার্চে এসে পরিস্থিতি আবার খারাপ হতে থাকে। এখানেও গত বছর এই সময় যে সাধারণ ছুটি ছিল এবছর লকডাউন সেটিতে তারা কঠোর লকডাউনে থাকতে পারেনি। সরকার কঠোর লকডাউনের সিদ্ধান্তের স্থির থাকতে পারেনি।
সেখানেও দ্রুততার সঙ্গে সবকিছু খুলে দিতে হয়েছে এবং রমজান মাসকে কেন্দ্র করে দোকান পাট খুলতে হয়েছিল, গণপরিবহন কিছুদিন মাঝখানে বন্ধ থাকলেও কিছু সময় পর তা খুলতে বাধ্য হয়েছে। অন্তত আন্তঃনগর পরিবহন বন্ধ থাকলেও নগরের অভ্যন্তরে যেসব গণপরিবহন চলাচল করেছে সেগুলো খুলে দিতে হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র আমাদের জানা দরকার। আমরা জানি যে, এই সময়টাতে সরকারি যে হিসেব বাবা তথ্য-উপাত্ত সেখানে দেখা যাচ্ছে যে, বাংলাদেশের অর্থনৈতিক মোটামুটি ভাবে বেশ ভালই এগিয়ে চলেছে।
Tritiyo Matra Episode 6285
আরো কিছু কিছু জায়গায় ধর্ষণের কারণে জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তবে আমাদের বক্তব্য পরিষ্কার। সরকারের বক্তব্য পরিষ্কার সুস্পষ্ট যে, দর্শক যেইহোক সেই ধর্ষক আজকের অথবা একাত্তরের মুক্তিযুদ্ধের ধর্ষক হোক তাদের বিচার প্রক্রিয়া শুরু হবেই।
কলিম উদ্দিন আহমেদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্যঃ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিগত দর্শক-শ্রোতারা। আজকে সারা দেশে রাজনৈতিক অঙ্গন ছাত্র-ছাত্রী সবাই সিলেটের এমসি কলেজের ঘটনাকে কেন্দ্র করে রাজপথে নেমে এসেছে।